WordPress কি এবং কি কি কাজে ওয়ার্ডপ্রেস ব্যবহার করা হয়
এই ব্যাপারে প্রত্যেক web designer বা bloggerআপনাকে ভালো ভাবে বলে দিতে পারবে। আসলে, বিশ্বের সব থেকে সেরা এবং প্রচলিত CMS software হলোWordPress. এই অনলাইন সফটওয়্যার এর মাধ্যমে, যেকোনো ধরণের ওয়েবসাইট বানানো অনেক সহজ। এবং, যদি এর ব্যাপারে আপনার কোনো ধরণের জ্ঞান নেই, তাহলে চিন্তা করবেননা।
তাছাড়া, WordPress online CMS software ব্যবহার করাটা কিন্তু অনেক সহজ। এবং, বিশ্বের প্রায় ৬৫% ওয়েবসাইট আজ ওয়ার্ডপ্রেস দ্বারা তৈরি। Netcraft দ্বারা প্রচার করা সার্ভেতে পাওয়া গেছে যে, বিশ্বের প্রায় ৭৫ হাজার লক্ষ থেকেও বেশি ওয়েবসাইট WordPress CMS software দ্বারা বানানো।
তাই, WordPress কতটা বেশি পপুলার ও জনপ্রিয়, সেটা তো আপনারা বুঝতেই পারছেন।
শেষে, যদি আপনি একজন ওয়েব ডিসাইনার (web designer), ওয়েব ডেভেলপার (web developer), ব্লগার (blogger) বা নিজেই একটি perfect website তৈরিকরার কথা ভাবছেন, তাহলে ওয়ার্ডপ্রেসের ব্যাপারে জেনে নেয়াটা আপনার জন্য অনেক জরুরি।
Copyright Disclaimer: All content on this website is the property of Mr MomentWala. Unauthorized use or distribution is strictly prohibited and may lead to legal action. Protected by international copyright laws.

0 Comments